ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ভারতের নেতিবাচক খেলায় চটেছেন ওয়াকার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
ভারতের নেতিবাচক খেলায় চটেছেন ওয়াকার ওয়াকার ইউনিস-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ৩১ রানে হারের পর বেশ সমালোচনার মুখে পড়েছে ভারত। কেননা রোববারের (৩০ জুন) আগে পর্যন্ত যে দলটি ধারাবাহিকতা দেখিয়েছে এবং অপরাজিত থেকেছে, ইংল্যান্ডের বিপক্ষে তারাই মাঠের পারফরম্যান্সে বেশ নেতিবাচক খেলা উপহার দিয়েছে।

কিন্তু সব কিছু পাশে ঠেলে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ও ধারাভাষ্যকার ওয়াকার ইউনিস বেশ অর্থবহ এক বার্তা দিয়েছেন।

ভারতের হারে একদিকে যেমন বাংলাদেশ সমস্যায় পড়েছে অপরদিকে পাকিস্তানেরও সেমিফাইনালে ওঠা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু ইউনিস তার বার্তায় জানিয়ে দিয়েছেন, ভারত গতকাল অখেলোয়াড়সুলভ খেলাই প্রদর্শন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘তুমি কে, সেটা তোমার পরিচয় নয়। আমি অপ্রস্তুত হবো না যদি পাকিস্তান সেমিফাইনালে নাও যায়। তবে চ্যাম্পিয়ন দলের এটি একটি পরীক্ষা ছিল, তবে তারা তাতে খারাপভাবে ব্যর্থ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ