ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড ছবি:সংগৃহীত

বিশ্বকাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

রোববার (৩০ জুন) বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হবে।

এবারের বিশ্বকাপে ভারত এখনও অপরাজিত।

ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ভারত এবার নামছে পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে।

অন্যদিকে ইংল্যান্ডের সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। প্রথম থেকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসা দলটি পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে জিতে আবার ঘুরে দাঁড়াতে চাইবে তারা। ইংল্যান্ডের হার তাদের ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।

এজবাস্টনের পিচে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামলাতে হবে ভারতের স্পিনারদের। বিশ্বকাপের সব ভেন্যুর মধ্যে এজবাস্টনের পিচে অনেক বেশি ঘূর্ণি রয়েছে।

এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি-ধোনিরা। শুধু জার্সি ছাড়া ভারতীয় দলে তেমন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এদিন ভারত দলকে দেখা যাবে নতুন কমলা রঙের জার্সিতে। সে রঙে রঙিন হয়ে নিজেদের শক্তি দিয়েই ইংল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করতে মাঠে নামবে ভারত।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, কেদার জাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফরা আচার, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ