ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

৩২ বছর পর যে কীর্তি বাবরের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
৩২ বছর পর যে কীর্তি বাবরের বাবর আজম। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কথারই যেনো উত্তর দিলেন বাবর আজম। সঙ্গে করে ফেললেন ৩২ বছর আগের এক কীর্তির পুনরাবৃত্তি। 

সম্প্রতি আফ্রিদি বাবরকে উদ্দেশ্য করে বলেন, বাবর হয়তো বিরাটের (কোহলি) মতো কিন্তু তাকে বড় স্কোর করে তা প্রমান করতে হবে। এর একদিন পরই যেনো সেই প্রমানই দিলেন বাবর।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দারুণ এক কীর্তিও গড়েন বাবর। এর আগে বিশ্বকাপে পাকিস্তানের মিডলঅর্ডারে ( বাবর তিন নম্বরে খেলেন) সবশেষ সেঞ্চুরির দেখা মিলেছিলো ১৯৮৭ সালে। সেটি আসে সেলিম মালিকের ব্যাট থেকে। এরপর গত ৩২ বছরে বিশ্বকাপে ওপেনার ছাড়া পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির মুখ দেখেননি।

ওয়ানডেতে নিজের ১০টি সেঞ্চুরি তুলে নেওয়া ম্যাচে দলকেও জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাবর বলেন, ‘ওয়ানডেতে এটাই আমার সেরা ইনিংস। কারণ এটা খেলেছি জিততেই হবে এমন ম্যাচে। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ