ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

‘কৃপণ বোলিংয়ে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
‘কৃপণ বোলিংয়ে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে’ স্পিনাররা চাপে থাকবে। ছবি-সংগৃহীত

টানা তিন ম্যাচে কোনো উইকেট নেই তার ঝুলিতে। তবে কিপ্টে বোলিংয়ে ঠিকই প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে রাখছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। তাই পরিকল্পনাটাও হবে পরিস্থিতি ভেবেই এমনটাই জানালেন এই স্পিনার। 

ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হলেও চাপ নিতে চায় না বাংলাদেশ। এছাড়া স্পিনারদের জন্য কিছুটা কঠিন হবে এই ম্যাচ এমনটা জানিয়ে মিরাজ বলেন, ‘দেখুন স্পিনারদের চ্যালেঞ্জ সব সময়ই থাকে।

ভারতের বিপক্ষে জিতলে বড় পাওয়া হবে, পরের ধাপ সহজ হয়ে যাবে। সেখানে স্পিনারদের কৃপণ বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মাঝের ওভারগুলোয় ভালো করতে হবে। ’

নিজের উইকেট কম পাওয়া নিয়েও তেমন চিন্তিত নন মিরাজ। বলেন, ‘যখন বোলিংয়ে আসছি, চিন্তা করছি রান সেভ করলে অন্য প্রান্তে উইকেট বের করার সুযোগ আসবে। দেখবেন বোলিংয়ে এলে চেষ্টা করি টাইট বোলিং করে চাপ দিতে। এতে করে অন্য প্রান্তে উইকেট চলে আসে। এটাই বরাবর চেষ্টা করছি। হয়তো আমি উইকেট পাচ্ছি না, তবে দল জিতছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ’

চলতি বিশ্বকাপে মিরাজই বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপটে বোলার। এ পর্যন্ত ৬ ম্যাচে ইকোনমি রেট ৫.৪৫।  

নিজে উইকেট না পেলেও সতীর্থ সাকিব আল হাসানের পাফরম্যান্সে উচ্ছ্বসিত এই স্পিনার।
বলেন, ‘সাকিব ভাই সব কন্ডিশনেই ভালো করেন। তিনি এটা বছরের পর বছর প্রমাণ করে আসছেন। তিনি যে একজন কিংবদন্তি, সেটি প্রমাণ করেছেন। এ বিশ্বকাপেই তো দেখতেই পাচ্ছি। অবশ্যই ভালো লাগছে তার সঙ্গে খেলছি, ড্রেসিংরুম শেয়ার করছি। তিনি আমাকে অনেক সাহায্য করেন। কোন উইকেটে কেমন বোলিং করব, না করব। এটা আমার অনেক বড় পাওয়া যে সাকিব ভাইয়ের সঙ্গে খেলছি’।

‘আমরা খুব ভালো খেলছি। বড় চারটা দল আমাদের নিচে আছে। সবাই ভালো খেলছি বলেই পাঁচে আছি। আগের ম্যাচ যেভাবে খেলেছি, যে তিনটা ম্যাচ যেভাবে জিতেছি, খেলার প্রক্রিয়া ঠিক থাকলে সামনেও ভালো করব। সেমিফাইনালে যেতেই হবে, এই চাপ না নিয়ে ধারাটা ঠিক রেখে খেললে আশা করি ভালো কিছুই হবে। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ