ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সব ম্যাচে আমরা জয়ের আশা করি না: উইলিয়ামসন 

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
সব ম্যাচে আমরা জয়ের আশা করি না: উইলিয়ামসন  কেন উইলিয়ামসন: ছবি-সংগৃহীত

২০১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও এখনো শেষ চার নিশ্চিত হয়নি তাদের। এদিকে ধীরে ধীরে কঠিন হয়ে পড়ছে রাউন্ড রবিনের সমীকরণ। সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচে জিততে হবে কিউইদের। কিন্তু শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড!

তবে সেই দূরাগত ভাবনার আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কাঁটাছেঁড়া করলেন কেন উইলিয়ামসন। ম্যাচে শেষে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘গত তিন ম্যাচ ধরে আমরা দেখছি, প্রথমে বোলিংয়ে এসেই প্রতিপক্ষ বোলাররা ম্যাচ কঠিন করে দিচ্ছে।

আমরা শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলেছি। আমার মনে হয় গত ম্যাচগুলোর চেয়ে এই পিচ অনেক বাউন্সি ছিল। তবে আমরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। ’

পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। শেষ পযর্ন্ত তারা ২৩৭ রান করেছে জিমি নিশাম ও কলিন ডি গ্রান্ডহোমের ব্যাটে ভর করে। অবশ্য ব্ল্যাক ক্যাপসরা এই পিচে ২৩০-২৫০ করতে পারলে জয়ের সুযোগ ছিল বলে মনে করেন। এই ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘২৩০-২৫০ করতে পারলে আমাদের জয়ের সুযোগ ছিল। তবে ওদের বাবর ও শাদাব দুর্দান্ত খেলেছে। ম্যাচ বের করে নিয়েছে। ’

সামনের ম্যাচগুলোর ব্যাপারে তেমন খোলাসা করে কিছু বলেননি উইলিয়ামসন। কেবল বলেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের চেয়ে ভাল করার, ‘রাউন্ড রবিনের সব ম্যাচে আমরা জয়ের আশা করি না। আমাদের এখন দৃঢ় হতে হবে। আজকের ম্যাচের চেয়ে আমাদের ভাল কিছু করতে হবে। ’ 

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, জুন ২৭, ২০১৯ 
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ