ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ভারতের বিপক্ষে বলের ধরন জানে বাংলাদেশ: সুনীল যোশী

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
ভারতের বিপক্ষে বলের ধরন জানে বাংলাদেশ: সুনীল যোশী

ভারতের বিপক্ষে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে এবং ভাল করবে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশী।

যোশী বলেন, ‘আমরা এখানে সাদা বলের ফরম্যাটে খেলছি এবং এর আগে এতে ভাল পারফরম্যান্স করেছি। আমরা আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজকে ঘরে পাঠিয়েছি এবং গত তিন বছরে তিনবার ভারতকে পরাজিত করেছি।

এসময় তিনি যোগ করেন, ‘বড় কথা হলো আমরা যখন ভারতের সাথে খেলেছি তখন আমি ভারতকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। আমি জানি তাদের জন্য কিভাবে বোলিং করতে হবে। ’

বোলিং এর সাথে এই ম্যাচে সাকিব আল হাসানও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন তিনি। তার মতে ক্রিকেট বিশ্বকাপে ব্যাট ও বলের সঙ্গে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের দৃঢ়তা ও তার ফিটনেস যেমন ফিরে এসেছে, তেমনি দলটিতে তার উপস্থিতি তাদের নতুন উচ্চতায় পৌঁছেছে। আফগানিস্তানের বিপক্ষে সাকিব ৫১ রান এবং ৫টি উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারের সাথে সাথে সমৃদ্ধ করেছেন দেশের ক্রিকেটও।

শেষ ম্যাচে সাকিব আল হাসানের পারফর্ম নিয়ে সুনীল যোশী বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত দারুন ব্যাপার যে আমাদের সাকিবের মতো একজন খেলোয়ার আছেন। সে তার ব্যাট, বল এবং ফিল্ডিং দিয়ে অনন্য। সাম্প্রতিক সময়ে সে তার ফিটনেসের ওপরও গুরুত্ব দিয়েছে এবং সে অনুযায়ী কাজও করেছে। ’

তিনি বলেন, ‘আপনারা দেখতে পেয়েছেন এখন সে কতটা খেলার মধ্যে আছে আর ক্রিকেট নিয়ে সে কতটা ক্ষুধার্ত! তার উপস্থিতি সত্যিই আমাদের পুরো খেলাকে এগিয়ে নিতে সাহায্য করছে। ’

২ জুলাই এজবাস্টনে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ