ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সেঞ্চুরির পর ফিঞ্চের বিদায়, ম্যাক্সওয়েলও ফিরলেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
সেঞ্চুরির পর ফিঞ্চের বিদায়, ম্যাক্সওয়েলও ফিরলেন সেঞ্চুরির পর ফিঞ্চের বিদায়-ছবি:সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অজিরা। ফিঞ্চ ১০০ রান করে জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন। তবে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল মার্ক উডের বলে আউ হওয়ার আগে মাত্র ১২ রান করতে পারেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯ ওভার শেষে ৪ উইকেটে ২১৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটে ওপেনিং জুটি আসে ১২৩ রান।

ওয়ার্নার অর্ধশতক তুলে ৫৩ রান করে মঈন আলীর বলে প্যাভিলিয়নে ফেরত যান। এ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়িয়ে ফের বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক হলেন ওয়ার্নার। ৭ ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে বরারব ৫০০ রান তার।

দ্বিতীয় উইকেটে জুটিতে ৫০ রান যোগ করে ফিঞ্চ ও উসমান খাজা। ব্যক্তিগত ২৩ রানে খাজা বোল্ড আউট হন বেন স্টোকসের বলে।

লর্ডসে মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনটা খুব একটা ভালো হয়নি। আসর শুরুর আগে তাদেরকে ধরা হচ্ছিলো অপ্রতিরোধ্য। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের ফলে সেমিফাইনালের পথে হোঁচট খেয়েছে স্বাগতিক দল।

অন্যদিকে এবারের আসরে শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একটি পরাজয় ছাড়া পাঁচটি জয় এসেছে ভালোভাবেই।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান লায়ন, মিচেল স্টার্ক  এবং জেসন বেহরেনডর্ফ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ