ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ভারত-পাকিস্তানের বিপক্ষে সেরাটাই খেলতে চান মাশরাফি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
ভারত-পাকিস্তানের বিপক্ষে সেরাটাই খেলতে চান মাশরাফি মাশরাফি-ছবি:সংগৃহীত

আফগানিস্তানকে ৬২ রানে উড়িয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ফলে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো টাইগাররা। যেখানে ব্যাটে-বলে অন্যবদ্য পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। আর ম্যাচে শেষে দলের এমন জয়ে দারুণ খুশি হতে দেখা গেল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

এ ম্যাচে বাংলাদেশের জয়ের আরেক প্রাণ ছিল প্রচুর দর্শক। যারা খেলার প্রথম থেকে টাইগারদের সমর্থন জুগিয়ে এসেছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘পুরো টুর্নামেন্টেই দর্শক আমাদের দারুণভাবে সমর্থন দিয়ে এসেছে। ’

দলের পারফরম্যান্স সম্পর্কে জানাতে গিয়ে ম্যাশ বলেন, ‘সাকিব ছিল অসাধারণ। সে রান করেছে, আর যখন আমাদের প্রয়োজন সে উইকেট এনে দিয়েছে। পার্টনারশিপটা খুব বেশি বড় না হলেও মুশফিক ও সাকিবের জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তামিম ভালো ব্যাট করেছে, আর রিয়াদের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ’

এদিকে বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। এ ব্যাপারে তিনি বলেন, ‘ম্যাচগুলোতে আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। সমর্থকদের এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই। ’

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ