ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বাটলারের মতো ব্যাট করেছে হারিস সোহেল: সরফরাজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
বাটলারের মতো ব্যাট করেছে হারিস সোহেল: সরফরাজ পাকিস্তান বনাম দ. আফ্রিকার ম্যাচের দৃশ্য: ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। রোববার (২৩ জুন) লন্ডনের লর্ডসে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটিতে অনবদ্য ছিল হারিস সোহেলের ব্যাট। 

সুযোগ পেয়েই সোহেল জ্বলে ওঠে ৫৯ বলে খেলেছেন ৮৯ রানের ঝকঝকে ইনিংস। তার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে তিনশো উর্ধ্ব সংগ্রহ পায় পাকিস্তান।

ম্যাচ শেষে সরফরাজ আহমেদ প্রশংসাও করলেন সোহেলকে।  

ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান জস বাটলারের সঙ্গে সোহেলকে তুলনা করলেন পাকিস্তান অধিনায়ক, ‘পুরোটাই ছিল দলগত পারফম্যান্স। আমি মনে আমাদের দলগত চিন্তা তাকে অনুমতি দেয়নি আগের ম্যাচগুলো খেলতে। কিন্তু সে (হারিস) সুযোগ পেয়েই ভাল করেছে। মাঝেমধ্যে সুযোগ দেওয়া ভাল কিছু নিয়ে আসে। আজ (রোববার) হারিস যেভাবে ব্যাট করেছে, মনে হচ্ছিল সে রানের জন্য ক্ষুধার্ত। সে ছিল ভিন্ন। সে বাটলারের মতো ব্যাট করেছে। ’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরাডুবি হয় পাকিস্তানের। সেই ম্যাচে চারে নেমে কোনো সুবিধা করতে পারেননি সোহেল। যার ফলে বাকি ম্যাচগুলোতে তাকে দলের বাইরে থাকতে হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও পাকিস্তানের ফিল্ডিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ক্যাচ ছাড়ার পাশাপাশি অনেক বাউন্ডারিও হয়েছে মিস ফিল্ডিংয়ের কারণে। পরবর্তী ম্যাচগুলো ফিল্ডিংয়ে জোর দেওয়ার কথাই জানালেন সরফরাজ, ‘ফিল্ডিংয়ে অামাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা অনেক ক্যাচ ছেড়েছি। ’

শেষ চারে যেতে হলে বাকি তিন ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। আপাতত সেই দিকে চোখ পাকিস্তান অধিনায়কের, ‘বাকি তিন অামাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’  

সরফরাজ প্রোটিয়াদের বিপক্ষে জয় এনে দেওয়ার জন্য প্রশংসা করেছেন বোলারদের, ‘দ্রুত উইকেট নেওয়ার জন্য আমিরকে ক্রেডিট দিতে হবে। মিডল ওভারে শাদাব উইকেট নিয়েছে। এবং ডেথ ওভারে ওহাব উইকেট পেয়েছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ’ 

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ