ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

আমাদের সামনে আরো কঠিন ম্যাচ: উইলিয়ামসন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ২০, ২০১৯
আমাদের সামনে আরো কঠিন ম্যাচ: উইলিয়ামসন উইলিয়ামসন ও গ্রান্ডহোমের জুটি: ছবি-সংগৃহীত

চাপের মুখে নিউজিল্যান্ডকে জয় এনে দিয়েছেন কেন উইলিয়ামসন। দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের পাশাপাশি কিউই অধিনায়ক তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। সেঞ্চুরি পেলেও দলের জয়কেই বড় করে দেখছেন উইলিয়ামসন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ করতে পারাটা সত্যি চমৎকার। কাজটি কঠিন ছিল তবে আমরা জয় পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ বোলিং করছিল। আমরা চেষ্টা করছিলাম পার্টনারশীপ তৈরি করতে। কিন্তু উইকেট হারাচ্ছিলাম। ’

জয়ের কৃতিত্বটা সতীর্থ কলিন ডি গ্রান্ডহোমকেও দিলেন উইলিয়ামসন, ‘গ্রান্ডহোম আমাদের ‘এ্যাক্স ফ্যাক্টর’ খেলোয়াড়। সে এলো এবং বলে সুন্দরভাবে হিট করতে লাগলো। সে অসাধারণ খেলেছে। ’
 
তবে শীর্ষে উঠলেও এখনই সেমিফাইনালের কথা ভাবছেন না উইলিয়ামসন। সামনের ম্যাচগুলো কঠিন হবে মনে করেন কিউই অধিনায়ক, ‘সত্যি বলতে কি আমি ভেবেছিলাম উইকেট অল্প নরম হবে। আমরা দু’জনে প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম। আমাদের বোলিং আক্রমণ ভাল করেছে। টুর্নামেন্টে আসার আগে আমরা বিভিন্ন পিচে খেলেছি। আপনি জানেন যে, এখানে ভিন্ন ভিন্ন উইকেটে ভিন্ন ভিন্ন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। আমাদের সামনে অনেক বড় ম্যাচ এখন। ’ 

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড তাদের ষষ্ঠ ম্যাচ খেলবে ২২ জুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ