ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

দ্রুততম ৮ হাজারে কোহলির পরেই আমলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
দ্রুততম ৮ হাজারে কোহলির পরেই আমলা দ. আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা: ছবি-সংগৃহীত

ওয়ানডেতে দ্রুত ৮ হাজার রান সংগ্রহ করতে বিরাট কোহলিকে এক ইনিংসের জন্য পেছনে ফেলতে পারলেন না হাশিম আমলা। ইনিংসের ক্ষেত্রে না হলেও ম্যাচের ক্ষেত্রে ভারত অধিনায়ককে ঠিকই পেছনে ফেলেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ রান নিয়ে এই মাইলফলক গড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। 

কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে আমলার রান ছিল ৭৯৭৬ রান। ৮ হাজার রানের মাইলফলক গড়তে হ্যাশের লেগেছে ১৭৯ ম্যাচ ও ১৭৬ ইনিংস।

১৫ জুন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে এই বার্মিংহামেই বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটি গড়েন কোহলি। দ্রুত ৮ হাজার করতে কোহলির লেগেছে ১৮৩ ম্যাচ ও ১৭৫ ইনিংস।  

এর আগে দ্রুত ৭ হাজার নিয়ে কোহলিকে পেছেনে ফেলেন আমলা। দ্রুত ২ হাজার থেকে ৭ হাজার রানের মালিকও প্রোটিয়া ওপেনার। ওয়ানডেতে দ্রুত ১০ সেঞ্চুরির ক্ষেত্রেও সবার শীর্ষে আমলা।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ