ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সমর্থকরা পাশেই থাকবেন, প্রত্যাশা সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
সমর্থকরা পাশেই থাকবেন, প্রত্যাশা সাকিবের সাকিব খেলেছেন ১২৪ রানের অপরাজিত ঝলমলে ইনিংস

ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের খেলায় দুরন্ত বোলিং করার পর সাকিব খেলেছেন ১২৪ রানের অপরাজিত ঝলমলে ইনিংস। তার এই অসাধারণ কীর্তিতেই বাংলাদেশ ৩২২ রানের মতো পাহাড় ছুঁয়ে হারিয়ে দিয়েছে উইন্ডিজকে। জয় পেয়েছে ৭ উইকেটে।

ব্যাটে-বলে অনবদ্য অবদান রাখায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন সাকিব। ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার ব্যক্ত করেন তার প্রতিক্রিয়া।

বলেন নিজের ব্যাটিং নিয়ে এবং ভক্তদের সমর্থনের বিষয়েও।

সাকিব বলেন, ‘খুবই ভালো লাগছে। শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারাই সবচেয়ে বেশি সন্তুষ্টির জায়গা। আমি অনেক দিন ধরে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছিলাম এবং তার ফল পাচ্ছি। ’

ওয়ানডাউনে জায়গা নিয়ে ব্যাট করা প্রসঙ্গে এ অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয়েছে আমি যদি ৩ নম্বরে ব্যাট করি, তবে আরও অনেক সুযোগ পাবো, অনেক সময় পাবো ব্যাট করার। যখন আমি ৫ নম্বর ব্যাট করবো, তখন আমাকে ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে আসতে হয়, যেটা আমার কাছে নিজের জন্য আদর্শ সময় মনে হয় না। আর আমি বোলিং নিয়েও কাজ করছি। এই মুহূর্তে আমি ঠিকঠাক আছি এবং আরও ভালো করতে পারবো। ’

সমর্থকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা গোটা বিশ্বকাপে দুর্দান্ত (ভূমিকা রাখছেন), আমি আশা করি তারা আমাদের এভাবেই সমর্থন যুগিয়ে যাবেন। ’

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ