ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

পয়েন্ট টেবিলে পাঁচে উঠে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
পয়েন্ট টেবিলে পাঁচে উঠে গেলো বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে ছিল বাংলাদেশ। সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে আরও ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে গেলো টাইগাররা। এর ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলো মাশরাফি বিন মর্তুজার বাহিনী।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অসাধারণ জয়ে দুই পয়েন্ট অর্জন করলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জিততে জিততে হেরে যায় টাইগাররা। ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় ম্যাচেও পরাজয়ের পর শ্রীলঙ্কার সঙ্গে চতুর্থ ম্যাচটি মাঠেই গড়ায়নি বৃষ্টির জন্য।

তাই জেসন হোল্ডারের দলের সঙ্গে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।

শেষ পর্যন্ত সাকিব আল হাসান ও লিটন দাসের অসাধারণ নৈপুণ্যে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ফেললো বাংলাদেশ। উঠে গেলো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। টাইগারদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে আগামী ২০ জুন।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ