ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

‘ঘুমকাতুরে সরফরাজ’কে নিয়ে হাস্যরস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
‘ঘুমকাতুরে সরফরাজ’কে নিয়ে হাস্যরস ইন্টারনেটে ঘুমকাতুরে সরফরাজকে নিয়ে ট্রল। ছবি: সংগৃহীত

কখনো কি বেমানান সময়ে হেসে ফেলেছেন? অফিসের মিটিং কিংবা কারও অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে? ভাবুন তো, এমন পরিস্থিতিতে পড়লে কেমন লাগবে?

আর কেউ না বুঝলেও, বিব্রতকর পরিস্থিতি কাকে বলে, তা হাঁড়ে হাঁড়ে বুঝতে পারছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

রোববার (১৬ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ম্যাচ চলাকালে এক বার হাই তুলেই বিপাকে পড়েছেন পাকিস্তান অধিনায়ক।

তার অপ্রস্তুত সময়ের ছবি ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা হাস্যরস। ফেসবুক-টুইটার ভরে গেছে ঘুমকাতুরে সরফরাজের ট্রলে।

পাঠকদের জন্য থাকছে তার কয়েকটি নমুনা-

ঘুমকাতুরে সরফরাজ

ঘুমকাতুরে সরফরাজ

ঘুমকাতুরে সরফরাজ

শুধু হাই তোলাই নয়, সরফরাজের অধিনায়কত্ব নিয়েও চলছে নানা সমালোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের পরামর্শ ছিল, টসে জিতলে অবশ্যই ব্যাটিং করতে হবে। কিন্তু, তাতে কান দেয়নি পাকিস্তানের ড্রেসিংরুম। ফলও পেয়েছে হাতেনাতে, পরাজয় ৮৯ রানের বড় ব্যবধানে।

ঘুমকাতুরে সরফরাজ

ম্যাচের ফলাফল নিয়ে হতাশা কাটাতে সমর্থকেরা মুণ্ডুপাত করছেন অধিনায়ক সরফরাজ আহমেদের, আর সান্তনা খুঁজছেন ট্রল থেকে।  

 

ঘুমকাতুরে সরফরাজ
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ