ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এক ইনিংসে সেরা রোহিত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এক ইনিংসে সেরা রোহিত ছবি:সংগৃহীত

ভারত-পাকিস্তান বিশ্বকাপের নির্দিষ্ট একটি ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে তিনি ১৪০ রানের ইনিংস খেলে এই নতুন রেকর্ড গড়েন তিনি।

রোববার (১৬ জুন) ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটিকে ২৪তম সেঞ্চুরি বানান রোহিত শর্মা। ৩৪ বলে হাফসেঞ্চুরি করার পর পাকিস্তানের বিপক্ষে ৮৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সাথে নিয়ে তুলে নেন আরো ৪০ রান।

পরে ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে সাজঘরে ফিরিয়ে দেন হাসান আলী। ওহাব রিয়াজের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় ওপেনার ১১৩ বলে ১৪০ রান করেন। তাতেই ভারত-পাকিস্তান ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের অধিকারী হন তিনি।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে সবথেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড ছিল বিরাট কোহলির ১০৭ রানের। তারপরেই পাকিস্তানি সাঈদ আনোয়ারের ১০১ এবং শচীন টেন্ডুলকারের ৯৮ রান।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ