ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বৃষ্টিতে আটকে গেছে ভারত-নিউজিল্যান্ডের টস

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
বৃষ্টিতে আটকে গেছে ভারত-নিউজিল্যান্ডের টস বৃষ্টিতে আটকে গেছে ভারত-নিউজিল্যান্ডের টস। ছবি: সংগৃহীত

স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ঢেকে রাখা হয় উইকেট। তবে আধাঘন্টা পর উইকেটের ত্রিপল উঠিয়ে নিলেও আবারও বৃষ্টি নামে।

বাংলাদেশ সময় সাড়ে ৪টায় আবারও পর্যবেক্ষণে নামার কথা আম্পায়ার ও ম্যাচ রেফারির। এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের থেকে।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় টেবিলে শীর্ষে থাকা নিউজিল্যান্ড ও শক্তিশালী ভারতের মধ্যকার বিশ্বকাপের ১৮তম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো।  

নিজেদের সবগুলো ম্যাচ জিতে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবারের (১৩ জুন) ম্যাচটি হেরে গেলে সমান পয়েন্ট নিয়ে দাঁড়াতে হবে ভারতের পাশে। তাই চাপটা কিউইদের উপরই বেশি। অপরদিকে নিজেদের দুটি ম্যাচ জেতার পর এই ম্যাচে হারলে ভারতকে পিছিয়ে পড়তে হবে পয়েন্ট তালিকায়। তাই ট্রেন্ট ব্রিজের লড়াইয়ে নিজেদের উজ্জীবিত করেই মাঠে নামবে কেন উইলিয়ামসন আর কোহলির দল।

তবে মাঠে কিছুটা হলেও শক্তির দিক থেকে পিছিয়ে থাকতে হবে ভারতকে। ওপেনিংয়ের গুরুত্বপূর্ন সদস্য শিখর ধাওয়ান পড়েছেন ইনজুরিতে। বুড়ো আঙুলে চির ধরায় এখনো অনিশ্চত ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের মাঠে নামা। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন ঋষভ পান্ত। তবে এখনই তাকে একাদশে নেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়।

দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার মতো তুলনামূলক বড় দলকে হারানো একটি অনুপ্রেরণা হয়েই কাজ করবে টিম ইন্ডিয়ার জন্য। অন্যদিকে নিউজিল্যান্ড এখন পর্যন্ত খেলেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে। ফলে তুলনামূলক কম শক্তিশালী দলের পর তুলনামূলক শক্তিশালী দলের সঙ্গে খেলাটা একটু হলেও ঘাবড়ে দিতে পারে কালো ঘোড়ার দলকে।  

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কলিন মুনরো, রস টেলর, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ