ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

গেইল যখন ক্যামেরাম্যান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৯
গেইল যখন ক্যামেরাম্যান গেইল যখন ক্যামেরাম্যান

ক্রিকেট মাঠে খেলাটাকে এন্টারটেইনের পর্যায়ে নিয়ে যেতে ক্রিস গেইলের জুড়ি মেলা ভার। ক্যারিবীয় এই দানবের কাছে ক্রিকেট, খেলা ছাড়াও অন্য কিছু। তাইতো শুধু বড় বড় ছক্কা হাঁকিয়ে নয়, মাঠে নানান ধরনের অঙ্গভঙ্গি করেও দর্শকদের আনন্দ দিয়ে থাকেন।

১০ জুন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে উইন্ডিজের অনুশীলনের সময় দলের অন্যরা যেখানে ঘাম ঝরাতে ব্যস্ত, গেইলকে দেখা যায় অন্যপ্রান্তে ক্যামেরা নিয়ে আমুদে মেতেছেন।

ক্যামেরা নিয়ে এই ইউনিভার্সাল বস মাঠের এ প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখেছেন। তিনি তার দলের কয়েকজনের মুখোমুখিও হয়েছেন।

এদিকে গেইল যখন ক্যামেরা হাতে, তখন একজন তাকে জিজ্ঞেস করেন, কোনটিতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন ক্যামেরা নাকি ব্যাট। গেইল অবশ্য নিজের নিত্যদিনের সঙ্গীর পক্ষেই সাফাই গাইলেন। জানিয়ে দেন ব্যাট করাই বেশি সহজ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ