ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

‘অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার প্রয়োজন নেই পাকিস্তানের’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
‘অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার প্রয়োজন নেই পাকিস্তানের’ মোহাম্মদ হাফিজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ও বিশ্বকাপের হট ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয় পাকিস্তান। আর এই জয়ই যেনো আত্মবিশ্বাস ফিরিয়েছে দলটির। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলটির অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ মনে করেন, অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

হাফিজ বলেন, ‘আমি মনে করি ১০ দলকেই হারানো সম্ভব। যদি ইংল্যান্ডকেই দেখেন তারা টপ ক্লাস ক্রিকেট খেলছে, অনেকেই ভাবে তাদের হারানো সম্ভব নয়।

কিন্তু আসলে সব দলকেই হারানো সম্ভব। যদি আপনি আমাদের পরের ম্যাচের কথা বলেন (অস্ট্রেলিয়া), তারাও দারুন ক্রিকেট খেলে, কিন্তু তাদেরও হারানো সম্ভব। ’

গেলো ৫ বিশ্বকাপের চারটিতেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সব শেষ সিরিজে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছে। কিন্তু হাফিজের মতে এসব নিয়ে কিছুনেই, প্রতিটি ম্যাচই নতুন। হাফিজ বলেন, ‘হ্যা আমাদের পরিসংখ্যান ভালো নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারন তারা অনেক কঠিন ক্রিকেট খেলেছে। কিন্তু প্রতিটি দিনই নতুন, প্রতিটি ম্যাচও। ’

‘এটা বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এখানেও জয় সম্ভব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি আসলেই হতাশার ছিলো। আমরা আবহাওয়া, উইকেট কিছুই আয়ত্ব করতে পারিনি। কিন্তু এখন আর অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার প্রয়োজন নেই পাকিস্তানের। ’ 

শুক্রবার ব্রিস্টলে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ