ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ইনজুরি নয়, শাহজাদকে বাদ দেওয়া হয়েছে!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৯
ইনজুরি নয়, শাহজাদকে বাদ দেওয়া হয়েছে! অভিযোগ উঠেছে ইনজুরি নয়, শাহজাদকে বাদ দেওয়া হয়েছে। ছবি:সংগৃহীত

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। এটা পুরোনো খবর হলেও, নতুন খবরে জানা গেছে, সে পুরোপুরি ফিট হওয়ার পরও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাকে ১০ জাতির এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে।

ইব্রাহিম মোমাদ নামের এক কাবুলের সাংবাদিকের টুইটের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতীয় পোর্টাল দ্য ক্রিকেট টাইমস।

টুইটে শাহজাদের বক্তব্য তুলে ধরে খেলা হয়, আমার ইনজুরি অথবা অন্য কোনো সমস্যা নেই, আমি পুরোপুরি সুস্থ।

অথচ এসিবি আমার সঙ্গে কোনো আলোচনা না করেই আমাকে জোর করে স্কোয়াড থেকে বাদ দিয়েছে।

চলমান ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে আফগানদের হয়ে প্রথম দুটি ম্যাচে শাহজাদ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন। তবে ৭ জুন হাঁটুর ইনজুরির কারণে ৩২ বছর বয়সী এই তারকাকে দল থেকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ