ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সেঞ্চুরিয়ান রয়ের ‘ধাক্কায়’ মাটিতে পড়ে গেলেন আম্পায়ার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুন ৮, ২০১৯
সেঞ্চুরিয়ান রয়ের ‘ধাক্কায়’ মাটিতে পড়ে গেলেন আম্পায়ার ছবি:সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা স্বাগতিক দলটি দারুণ ব্যাটিংও করছে। যেখানে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উদযাপনটা একটু অন্যরকমভাবেই করলেন জেসন রয়।

২৭তম ওভারের পঞ্চম বলটি করতে এলেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইটে শট করা রয়ের বলটি বাউন্ডারি লাইনে মিসফিল্ড হয়ে চার হয়।

৯৬ রানে থাকা ইংলিশ এই ওপেনার দৌড়ে উইকেট পার হওয়ার সময় বলের দিকেই তাকিয়ে ছিলেন। অন্যদিকে মূল আম্পায়ার জোয়েল উইলসনও স্টাম্প ছেড়ে বেরিয়ে বলের দিকে তাকিয়ে ছিলেন।

এমন সময় রয় এসে মনের অজান্তে আম্পায়ার উইলসনকে ধাক্কা মেরে বসেন। ওমনি ক্যারিবিয়ান এই আম্পায়ারও সজোরে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যদিও কিছুক্ষণ পরে তিনি ফের দাঁড়িয়ে যান। আর সেঞ্চুরি উদযাপনে মাতেন রয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ