ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ধীর গতিতে এগোচ্ছে ভারত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৯
ধীর গতিতে এগোচ্ছে ভারত ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৮ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ধীরে সুস্থেই এগোচ্ছে ভারত। দলীয় ১৩ রানে শেখর ধাওয়ানের উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত ১৮ রান করে আন্দিলে ফেলুকায়োর বলে কুইন্টন ডি ককের হাতে ধরা পড়েন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩ ওভার শেষে ২ উইকেটে ৯১ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনার হাশিম আমলা (৬) ও কুইন্টন ডি ককের (১০) উইকেট হারায় প্রোটিয়ারা।


 
তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ভ্যান ডার ডুসেন। ৫৪ রানে জুটি গড়েন তারা। যুজবেন্দ্র চাহালের এক ওভারেই ডুসেন (২২) ও ডু প্লেসিস (৩৮) বিদায় নিলে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই চাপ আর বাড়ে দলীয় ৮৯ রানে ডুমিনির (৩) বিদায়ের পর।
 
এরপর ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর কোনো ব্যাটসম্যানই বড় রানের দেখা পাননি। মিলার ৩১, ফেলুকায়ো ৩৪, মরিস ৪১ ও রাবাদা ৩১ রানের ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

ভারতের যুজবেন্দ্র চাহাল ৪টি, ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ ২টি এবং কুলদীপ যাদব ১টি উইকেটে নেন।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘন্টা, জুন ০৫, ২০১২
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ