ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

মাইলফলক ম্যাচে সাকিবের ফিফটি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ৬, ২০১৯
মাইলফলক ম্যাচে সাকিবের ফিফটি ২০০তম ম্যাচে হাফসেঞ্চুরি পেলেন সাকিব: ছবি-সংগৃহীত

ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে হাফসেঞ্চুরি পান সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। মিচেল স্যান্টনারের বলে দৌড়ে তিন রান নিয়ে ক্যারিয়ারের ৪৪তম হাফসেঞ্চুরির দেখা পেলেন বিশ্বের এই সেরা অলরাউন্ডার। 

এর আগে ০২ জুন (রোববার) বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। তবে এবারও দুর্দান্ত শুরু করলেও  ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি।

কলিন ডি গ্র্যান্ডহোমের বলে লাথামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৬৮ বলে ৬৪ রান করেন সাকিব। তার ইনিংসিটি সাজানো ছিল ৭টি চারে।

এই রিপোর্ট লেখা পযর্ন্ত লন্ডনের ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭)।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব। এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২০১৯ সালের ০৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম ম্যাচ খেলেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৫, ২০১৯ 
ইউবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ