ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বোলারদের প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে হতাশ করুনারত্নে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জুন ৫, ২০১৯
বোলারদের প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে হতাশ করুনারত্নে দিমুথ করুনারত্নে-ছবি:সংগৃহীত

লো-স্কোরিং ম্যাচে বোলারদের দাপটে দারুণ এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানকে ৩৪ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে দলটি।

মঙ্গলবার (জুন ০৪) কার্ডিফের এই ম্যাচে শ্রীলঙ্কান বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ করতে দেখা যায়। তবে দলের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করেও সেই ধারা ধরে রাখতে পারেনি।

ফলে বৃষ্টির কারণে ৪১ ওভারের ম্যাচে ২০১ রানে গুটিয়ে যায় তারা। আর বৃষ্টি আইনে আফগানদের টার্গেট দাঁড়ায় ১৮৭।

ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘আমার মনে হয় দীর্ঘদিন পর আমরা একটা ভালো শুরু করতে পেরেছি। তবে হঠাৎই আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি ও ব্যাকফুটে চলে যাই। আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। ’

তবে বোলার ও ফিল্ডিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বোলিং ও ফিল্ডিং ছিল দুর্দান্ত। এই উইকেটে (বৃষ্টি ভেজা) ১৮৭ করাটাও কঠিন। আমরা জানতাম তাদের ওপেনাররা ভালো খেলবে। তবে আমরা তাদের আউট করার পরই তারা ব্যাকফুটে চলে যায়। আর আমরাও উইকেট নিতে থাকি। বোলাররা আসলেই দারুণ করেছে, তেমনি ফিল্ডাররাও। ’

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ

welcome-ad