ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

নিউজিল্যান্ডের ওপরই চাপ থাকবে: সৌম্য

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জুন ৫, ২০১৯
নিউজিল্যান্ডের ওপরই চাপ থাকবে: সৌম্য ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওভালে বুধবার (জুন ০৫) নিজেদের দ্বিতীয় ম্যাচে অন্যতম সেরা দল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগারবাহিনী। তবে পুরো দল আত্মবিশ্বাসী হলেও কিউইদের বিপক্ষে সতর্ক রয়েছে টিম বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার গতি আর বাউন্সকে ভালভাবেই সামাল দিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে মাশরাফির দল।

তবে নিউজিল্যান্ডের বোল্ট-সাউদিদের গতি আর বাউন্সের পাশাপাশি সুইংকেও মোকাবেলা করতে হবে ব্যাটসম্যানদের। তবে প্রথম ম্যাচের মতো ভাল শুরু করতে পারলে বড় সংগ্রহ করাটা অসম্ভব কিছু নয়।

মঙ্গলবার (জুন ০৪) সাংবাদিকদের সৌম্য সরকার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও একই রকম পরিকল্পনা হবে, সে রকম কিছু বলার সুযোগ নেই। প্রোটিয়াদের বিপক্ষে যেমন উইকেট ছিলো, নিউজিল্যান্ডের সাথে তা নাও থাকতে পারে। এ ছাড়া ওদের গতির সাথে সুইংও আছে। ওইভাবেই প্ল্যান করে খেলতে হবে। পরিস্থিতি, গতি ও সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে। ’

তবে সৌম্য মনে করেন নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায় বড় দল হিসেবে নিউজিল্যান্ডই চাপে থাকবে। তিনি বলেন, ‘দুই দলের জন্যই ভিন্ন কন্ডিশন থাকবে। ওয়েদার হয়তো ওদের সাথে একটু মিলবে। তবে কেউই বলতে পারবে না আমাদের হোম। দিন শেষে এটা বড় টুর্নামেন্ট। তারা বড় দল হিসেবে চাপে থাকবে। মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। আমরা যে জেতার জন্যই নামবো, তা বিশ্বাস করতে হবে। ’

প্রথম ১০ ওভারে বোল্ট-সাউদিকে উইকেট না দিয়ে রান তুলে নিতে পারলে সেটা দলের জন্যই মঙ্গলজনক। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রধান কাজই থাকবে ভাল শুরু করা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘন্টা, জুন ০৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ