ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম: হাফিজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জুন ৪, ২০১৯
জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম: হাফিজ

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সরফরাজের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজ জানান, তিন বিভাগে ভাল করার করেণেই এমন জয় এসেছে।  

তিনি বলেন, টিম পারফরমেন্সের কারণেই জয় এসেছে।

প্রথমে ব্যাটসম্যানরা ভাল ব্যাট করে স্কোর বোর্ডে সাড়ে ৩০০ রান এনে দিয়েছে। বোলাররাও সঠিক সময় উইকেট তুলে নিয়েছে। ফিল্ডিংটাও দুর্দান্ত ছিল। আমার বেশ আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে এবং সবাই কঠোর পরিশ্রমও করেছেন।

অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, আজকের দিনটা আমাদের জন্য ছিল না। প্রথম দিকে দ্রুত উইকেট হারানোয় চাপে পড়ে গিয়েছিলাম। রুট ও বাটলার ম্যাচটাকে ধরে ফেলেছিল। কিন্তু আমরা শেষ করতে পারিনি।

আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর ৮ জুন বাংলাদেশের বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
আরএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ