ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সাকিবের রেকর্ডময় রাতে মাশরাফির অনন্য কীর্তি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৯
সাকিবের রেকর্ডময় রাতে মাশরাফির অনন্য কীর্তি মাশরাফি বিন মর্তুজা/ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে (যা আবার ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ) জয়টা এসেছে ২১ রানে। তাছাড়া একই ম্যাচে এক ঝাঁক রেকর্ডের মালিক হয়েছেন সাকিব আল হাসান। একই রাতে এক অনন্য কীর্তির মালিক হয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড এমনিতেই মাশরাফির দখলে। এবার বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ডের মালিকও হয়ে গেলেন তিনি।

তার নেতৃত্বে বিশ্বকাপে ৪ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই ৪ জয় এসেছে মাত্র ৬ ম্যাচে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসহ)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে হাবিবুল বাশারের নেতৃত্বে ৯ ম্যাচ খেলে ৩টিতে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে এসেছিল ৬ ম্যাচে ৩টি জয়। ২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেও এসেছিল ৩ জয়। যদিও সেবার দলের ৬ ম্যাচের ৫টিতে খেলেছেন তিনি (১টিতে নিষেধাজ্ঞার কারণে ছিলেন না)।

এছাড়া বিগত ৪ বিশ্বকাপে ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। মাশরাফিই একমাত্র অধিনায়ক যিনি ২ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন।

একই ম্যাচে ব্যাটিংয়ে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করার পর বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ১০ ওভারে ৫০ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব প্রমাণের সেরা মঞ্চটা পেলেন সেরা জায়গাতেই। ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটে ‘ডাবল’ আছে মাত্র চার জন ক্রিকেটারে। এইডেন মার্করামকে আউট করে সেই ডাবলের মালিক হলেন সাকিব।

দ্রুততম সময়ে এই কীর্তি গড়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। সাকিব এই বিরল রেকর্ড করেছেন ১৯৯ ম্যাচে।

এছাড়া অলরাউন্ডার হিসেবে আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন সাকিব। ব্যাট হাতে মাঠে নামা মাত্রই এই রেকর্ড গড়েন তিনি। প্রথম অলরাউন্ডার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে থেকে তিনটি বিশ্বকাপ খেলেন সাকিব।

এদিকে আরও একটি কীর্তি গড়েছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এছাড়া ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপ আসরে নিজেদের উদ্ধোধনী ম্যাচে হাফসেঞ্চুরি করলেন বিশ্বের এই সেরা অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ