ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সাকিবকে বিপজ্জনক অলরাউন্ডার বললেন পন্টিং

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
সাকিবকে বিপজ্জনক অলরাউন্ডার বললেন পন্টিং সাকিবকে বিপজ্জনক অলরাউন্ডার বললেন পন্টিং

বিশ্বকাপ আসরের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অজিদের দু’বার বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার রেকর্ডও বেশ উজ্জ্বল।

২০১৯ বিশ্বকাপে সব দলের বিপজ্জনক ক্রিকেটার নিয়ে ধারাবাহিক ভাবে বিশ্লেষণ করে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েব সাইড। সেখানে বাংলাদেশ দলের বিপজ্জনক ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন রিকি পন্টিং।

তার মতে, ‘বাংলাদেশের বিপজ্জনক ক্রিকেটার সাকিব। সে অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। মাঠের সব দিক দিয়ে রান করতে পারে সে। স্কোয়াডে বেশি শক্তিশালী সে। এছাড়া ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ডম্যানেও ভাল শট খেলতে পারে। ’

সাকিবকে স্মার্ট ও চালাক ক্রিকেটার হিসেবে আখ্যা দেন পন্টিং। সাবেক অজি অধিনায়কের কাছে মনে হয়, বল হাতেই সাকিবের চতুরতা প্রকাশ পায়। পন্টিংয়ের মতে, ‘সাকিব কতোটা চালাক তা বোঝা যায় যখন সে বল করে। বলে তেমন বাক নেই কিন্তু অসাধারণ তার গতি বৈচিত্র। সবসময় আক্রমণাত্মক সে। অন্য স্পিনারের চেয়ে আর্ম বল সে বেশি ব্যবহার করে। এখন বাকি স্পিনারদের চেয়ে সে আলাদা। বেশিরভাগ স্পিনার রান আটকাতে চায়। কিন্তু সাকিব অন্যভাবে থাকে। প্রথম কয়েকটি বলে সে ব্যাটসম্যানকে ক্রিজে আটকে রাখে। এরপর গতি-বৈচিত্র এনে অপেক্ষা করবে কখন ব্যাটসম্যান তাকে মারতে আসবে। ’

পন্টিং আরোও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সাকিব সাকিব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটও খেলেছে। অভিজ্ঞতাও ভাল। তার এ অভিজ্ঞতাই বাংলাদেশ দলের কাজে লাগবে। সে ও তামিম ইকবাল এবারের বিশ্বকাপে ভাল করবে বলে আমি মনে করি। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, মে ২৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ