ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ভয়ডরহীন ক্রিকেট খেলবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৯
ভয়ডরহীন ক্রিকেট খেলবে শ্রীলঙ্কা ছবি:সংগৃহীত

অনেকদিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটের। হেরেই চলেছে দল। এমনকী শুক্রবার (২৪ মে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা। কিন্তু এই দলটিই বিশ্বকাপে চমকে দিতে চাইছে ভয়ডরহীন ক্রিকেট খেলে, এমনটাই জানালেন লঙ্কান স্পিনার জেফরি ভ্যান্ডারসে।

বিশ্বকাপকে সামনে রেখে অনেকটাই ঢেলে সাজানো হয়েছে দল। দলের নেতৃত্ব পেয়েছেন দিমুথ করুনারত্নে।

২০১৫ সালের বিশ্বকাপের পর তাকে আর দেখা যায়নি ওয়ানডে দলে। ২০১৭ সালের পর দলে ফিরেছেন ভ্যান্ডারসে নিজেও।

দলে ফিরেই জানিয়েছেন ভালো খেলার কথা। ভ্যান্ডারসে বলেন, ‘আমরা লড়াইয়ের জন্য উজ্জীবিত। এখানে আমরা কেবল হারতে আসিনি, জিততে এসেছি। দেশের মানুষের জন্য লড়াই করবো। লোকজন যা বলে বলুক, আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলবো। ’

২৯ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘সবসময় নেতিবাচক চিন্তা থাকবে, বিশেষ করে আমাদের নিয়ে। অন্য দলগুলোর ব্যাপারেও। কিন্তু যখন খারাপ সময় যাবে, তখন কীভাবে ঘুরে দাঁড়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখিয়ে দেবো আমরা জিততে সামর্থ্য রাখি। ’

১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। দেশের জন্য কিছু করতে চান এই বিশ্বকাপে এমন আশা জানিয়ে ভ্যান্ডারসে বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারব, এই বিশ্বাস আমার সবসময় আছে। বিশ্বকাপে ভালো সময় কাটানোর মতো আমার প্রতিভা ও আত্মবিশ্বাস আছে। দিমুথের নেতৃত্ব দারুণ। দলের জন্য দ্রুত রান করতে পারে সে এবং খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়- মাঠে ও মাঠের বাইরে। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ