ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ইংলিশদের বিশ্বকাপ দলে আসছে তিনটি পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ২১, ২০১৯
ইংলিশদের বিশ্বকাপ দলে আসছে তিনটি পরিবর্তন অবশেষে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে জোফ্রা আর্চারের-ছবি:সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সব অংশগ্রহনকারী দল। তবে বিনা অনুমতিতে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে আগামী ২৩ মে পর্যন্ত। ইতিমধ্যে পাকিস্তান তাদের বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে। এবার সেই পথেই হাটছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্বাগতিক ইংল্যান্ড।

ড্রাগ টেস্টের বাধা পার হতে পারেননি ওপেনার অ্যালেক্স হেলস। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পান জেমস ভিন্স।

আর ইংল্যান্ড বিশ্বকাপ দলেও তাকে রেখে দিচ্ছে।

লেগস্পিন বোলিং অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেতে যাচ্ছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসন। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে উইকেট শূন্য ছিলেন ডেনলি। ব্যাট হাতে করেন ১৭ রান। অন্যদিকে হ্যাম্পশায়ারের হয়ে ওয়ানডে কাপে ডসন ৯ ম্যাচে করেছে ২৭১ রান, আর বল হাতে নিয়েছেন ১৮ উইকেট। মূলত এই পারফম্যান্সের কারণেই বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে ডসনের।

ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডে পেসার ডেভিড উইলির পরিবর্তে জায়গা পেতে যাচ্ছেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের পেস বান্ধব উইকেটে বলের গতিও বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আর্চার টানা ৯০ মাইল গতিতে বল করতে পারেন। সেই দিক বিবেচনা করেই আর্চারকে বিশ্বকাপ দলে নেওয়া হবে।

ইংল্যান্ডের নির্বাচক ও অধিনায়ক ইয়ন মরগানের সম্মতিক্রমেই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ দল: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, মঈন আলী, বেন স্টেকস, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, স্যাম কুরান, লিয়াম প্ল্যাংকেট, লিয়াম ডসন ও জোফ্রা আর্চার।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘন্টা, মে ২১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ

welcome-ad