ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ক্রোয়েশিয়া গর্ব করতেই পারে: মদ্রিচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
ক্রোয়েশিয়া গর্ব করতেই পারে: মদ্রিচ খেলা শেষে মাঠ ছাড়ছেন লুকা মদ্রিচ

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে অনেক প্রাপ্তি নিয়ে ফিরছে ৯৮ বিশ্বকাপের মতো এবারও বীরদর্পে খেলা ক্রোয়েশিয়া। জাতীয় নায়ক হয়েই দেশে ফিরছেন মদ্রিচরা। দলের প্রাপ্তি কম নয়। সঙ্গে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।

খেলা শেষে প্রতিক্রিয়ায় মদ্রিচ বলেন, আমি দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া আমার এ পুরস্কার সম্ভব ছিল না।

আমরা বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি ছিলাম। দীর্ঘদিন বিষয়টি আমাদের ভাবাবে। কিন্তু আমরা গর্বিত হতেই পারি।

‘যখন আপনি দেখবেন খেলা শেষেও সমর্থকদের সমর্থন পাচ্ছেন তখন আপনি খুশি হয়ে যাবেন। আমরা জানি এখানে বড় কিছু করতে পারতাম। কিন্তু তুমি কাছে যাবে, তখন সেটি আর সহজ থাকে না। ’

মদ্রিচ বলেন, আমরা নায়কোচিতভাবে জেতার জন্য সবকিছুই করতে পারতাম। কিন্তু আমাদের ভাগ্য সহায় ছিল না। ম্যাচের অধিকাংশ সময় আমরাই ভালো দল হিসেবে খেলছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক গোল ফ্রান্সকে অতিরিক্ত সহায়তা পাইয়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ