ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

অতীতের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
অতীতের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষে গ্রিজম্যানের গোল

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের সঙ্গে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে ক্রোয়েশিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন ঘুরছে লুকা মদ্রিচের দল কি ঘুরে দাঁড়াতে পারবে? পারবে এই পিছিয়ে পড়া থেকে এগিয়ে যেতে?

অতীতের রেকর্ড বলছে, বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে জেতার রেকর্ড আছে কেবল উরুগুয়ের। সেটা ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে।

ওই ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ে ২-১ গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জিতে যায়। ক্রোয়েশিয়া রোববারের (১৫ জুলাই) ফাইনালে জিততে পারলে ভেঙে যাবে সেই রেকর্ড।

ম্যাচে এখন পর্যন্ত এগিয়ে থাকা ফ্রান্সের জন্য আরও আশাবাদের কথা হলো, বিশ্বকাপের কোনো ম্যাচে তারা প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর আর কখনো হারেনি। ২১টি জিতেছে, ড্র করেছে একটি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ