ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

লুকাকুর পর হ্যাজার্ডের জোড়া গোল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
লুকাকুর পর হ্যাজার্ডের জোড়া গোল ছবি: সংগৃহীত

ডি ব্রুইনির থ্রো থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেলেন চেলসি তারকা হ্যাজার্ড।

ম্যানসিটি তারকা ডি ব্রুইনির উঠিয়ে দেওয়া পাস থেকে বল তিউনিসিয়ার ডিফেন্সকে ফাঁকি দিলে হ্যাজার্ড বুক দিয়ে ঠেকিয়ে দারুণ কন্ট্রোলে সুচারুভাবে গোলে পাঠিয়ে দেন। ম্যাচে হ্যাজার্ড ও লুকাকুর জোড়া গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

ম্যাচের শুরুতে ৬ মিনিটে তিউনিসিয়ার ডিফেন্ডার ডি-বক্সের ভেতর হ্যাজার্ডকে অবৈধ ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে বিন্দুমাত্র ভুল করেননি চেলসির ফরোয়ার্ড।

এরপর ১৬ মিনিটে মার্টেন্সের পাস থেকে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন লুকাকু। এই নিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় গোলের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা স্ট্রাইকার

ম্যাচের যোগ করা সময়ে ফের অসাধারণ গোল করে স্কোরলাইন ৩-১ করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। ডি ব্রুইনির পাস মিউনিয়েরের পায়ে গেলে তিনি গোল করার পজিশনে পৌঁছে যাওয়া লুকাকুর পায়ে ফিরতি পাস দিলে বল জালে জড়িয়ে দিতে কোন অসুবিধা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। তার এই গোলে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বেলজিয়াম।

আজকের ম্যাচে ২ দুই গোল করে ইতিহাসে ঢুকে গেছেন লুকাকু। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ (৫) গোলের রেকর্ড এখন তার দখলে। চলতি বিশ্বকাপে লুকারুর চতুর্থ গোল। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যুগ্মভাবে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন লুকাকু।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ