ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টানেলে রেফারির সঙ্গে নেইমারের বাকবিতণ্ডা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
টানেলে রেফারির সঙ্গে নেইমারের বাকবিতণ্ডা টানেলে রেফারির সঙ্গে নেইমারের বাকবিতণ্ডা

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে টানেলে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ব্রাজিল তারকা নেইমারের। তবে সতীর্থ মার্সেলো ঘটনা বাড়তে না দিয়ে নেইমারকে সরিয়ে নেন। ওই ম্যাচের শেষদিকে হলুদ কার্ডও দেখেন নেইমার।

প্রথমার্ধের খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার পথে টানেলে রেফারির জন্য অপেক্ষা করছিলেন নেইমার। রেফারি আসতেই নিজের অবস্থান পরিষ্কাকার করতে উচ্চস্বরেই কথা বলেন তিনি।

সঙ্গে সঙ্গেই রিয়াল মাদ্রিদের লেফটব্যাক মার্সেলো নেইমারকে সরিয়ে নিয়ে রেফারির কাছে তার হয়ে ক্ষমা চান।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষে যোগ করা সময়ে কুতিনহো ও নেইমারের গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ান নেইমার। সেই ম্যাচে সুইস খেলোয়াড়দের দশটি কড়া ট্রাকলের শিকার হন পিএসজির এই তারকা।

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেললেও সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। গ্রুপ পর্ব উতরাতে পরবর্তী ম্যাচে নেইমারের সেরাটাই চাইবেন ব্রাজিলের কোচ তিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৩ জুন, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad