ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয়: মুসা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয়: মুসা গোলের পর নাইজেরিয়ার উইঙ্গার আহমেদ মুসার উল্লাস/সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজেদের পাশাপাশি আর্জেন্টিনার জন্য আশা জাগিয়েছে সুপার ঈগলরা। ম্যাচে একাই দুই গোল করে নাইজেরিয়াকে এবারের বিশ্বকাপে জয় উপহার দেন আহমেদ মুসা।

আগামী ২৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইংলিশ ক্লাব লিস্টার সিটির এই লেফট উইঙ্গার ২০১৪ সালে ৩-২ গোলে মেসিদের বিপক্ষে হারের বিষয়টি স্মরণে আনেন।

এক প্রতিক্রিয়ায় মুসা বলেন, ম্যাচটির গুরুত্ব কতোখানি তা আমরা জানি।

বাঁচা-মরার ওই ম্যাচে আমরা জিতবো।

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা আমার পক্ষে কঠিন কিছু নয় বলেও মন্তব্য করেন নাইজেরিয়ার সবচেয়ে দামি এই ফরোয়ার্ড।

দুই খেলায় ৩ পয়েন্ট অর্জন করা নাইজেরিয়াকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা আর্জেন্টিনার সঙ্গে জয় না হোক ড্র করলেই চলবে।  

তবে এতেই তাদের খুশি হওয়ার কারণ নেই। তাকিয়ে থাকতে হবে ২৬ জুন ক্রো‌য়ে‌শিয়া-আইসল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে। সেই ম্যাচে আইসল্যান্ড যদি ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে আনতে পারে তাহলে নাইজেরিয়াকে টপকে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ