ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপ স্টেডিয়ামে মারামারি, আর্জেন্টিনার ৭ নাগরিক আটক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
বিশ্বকাপ স্টেডিয়ামে মারামারি, আর্জেন্টিনার ৭ নাগরিক আটক বিশ্বকাপ স্টেডিয়ামে মারামারি

ঢাকা: বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া ম্যাচে বেশ কয়েকজন আর্জেন্টিনা নাগরিকের বিরুদ্ধে মারামারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্জেন্টিনার সাত নাগরিককে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২১ জুন) নিঝনি নভগোরদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচচলাকালে এ ঘটনা ঘটে।

রাশিয়া বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, শুক্রবার (২২ জুন) আর্জেন্টিনার সাত নাগরিককে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২১ জুন) ম্যাচ চলাকালীন ক্রোয়েশিয়া সমর্থকদের সঙ্গে মারামারি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এর আগে ফিফা থেকে জানানো হয়, শুক্রবার নিঝনি নভগোরদ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে যারা গোলমাল করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে আয়োজক কমিটির এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, নিঝনি নভগোরদের নিরাপত্তা কর্তৃপক্ষ থেকে স্থানীয় আয়োজক কমিটি এই তথ্য পায়। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া ম্যাচ শেষে সাত আর্জেন্টিনার নাগরিকে আটক করা হয়। বিষয়টি এখন জুডিশিয়াল কর্তৃপক্ষের অধীনে এবং সরকারি আইন অনুযায়ী তাদের বিচার হবে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ