ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

নিজ জন্মভূমির বিপক্ষেই খেলেছেন শাহাকা ও শাকিরি!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
নিজ জন্মভূমির বিপক্ষেই খেলেছেন শাহাকা ও শাকিরি! শাহাকার ও শাকিরি

ঢাকা: বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার (২২ জুন) রাত ১২টায় অনুষ্ঠিত এই ম্যাচে সুইস মিডফিল্ডার গ্রানিত শাহাকা ও হেরদান শাকিরি একটি করে গোল দিয়ে দলকে জয়ের মুখ দেখান।

মাঠে দু’জনেই হাত ঈগল আকৃতির করে গোল উদযাপন করেন। এর কারণ হচ্ছে এই দুই সুইস ফুটবলার আলবেনিয়ার বংশোদ্ভূত।

আর এ দেশটির জাতীয় পতাকায় রয়েছে ঈগল।

শাহাকার জন্ম সার্বিয়ায়। তার বাবা প্রায় সাড়ে তিন বছর যুগোস্লোভিয়ায় রাজনৈতিক বন্দি ছিলেন। কারাগার থেকে বেরিয়ে তার পরিবার সুইজারল্যান্ডের বাসিন্দা হন।

এদিকে শাকিরি তার গঞ্জিলানের কসোভান শহরে জন্ম নেন। ১৯৯২ সালে বলকান যুদ্ধের মাঝামাঝি সময়ে শাকিরির বাবাও জন্মস্থান ছেড়ে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন।

সার্বিয়ার বিপক্ষে গ্রানিত শাহাকা ও হেরদান শাকিরি ম্যাচ খেলাটি ছিল নিজের জন্মভূমির বিপক্ষেই খেলা। এই কারণে দু’জনে তাদের প্রতিদ্বন্দ্বিকে উদ্দেশ্য করে ঈগলের আকৃতি দিয়ে বুঝিয়ে দিলেন তারা পিতৃভূমি ভুলে যাননি।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ