ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

কোস্টারিকার বিদায়ঘণ্টা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
কোস্টারিকার বিদায়ঘণ্টা ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে ফুটবলের মহাযজ্ঞ থেকে বিদায় ঘণ্টা বেজেছে 'ই' গ্রুপের দল কোস্টারিকার।

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হারা কোস্টারিকা কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি দ্বিতীয় ম্যাচেও। নেইমার ও কুতিনহোর শেষ সময়ের আঘাতে ব্রাজিলের কাছে হেরে গেছে ২-০ গোলে।

তাদের বিদায়ে শেষ ষোল'র হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে গ্রুপটির বাকি ৩ দলই। কেনো না নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া সার্বিয়া দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় তাদের পয়েন্ট ৩।

সমান সংখ্যক ম্যাচে ১ জয় ও এক ড্র’য়ে ব্রাজিলের পয়েন্ট ৪।

এদিকে সমান ড্র ও জয়ে সুইসদের পয়েন্টও ৪। আর টানা হারে পয়েন্ট শূন্য কোস্টারিকা।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এইচএল/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ