ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

সুইসদের কাছে সার্বিয়ার হোঁচট

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৮
সুইসদের কাছে সার্বিয়ার হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় পেলো না সার্বিয়া। 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।

আর এই হারে যেটা হলো এক ম্যাচ হাতে রেখেই রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়া হলো না বলকান অঞ্চলের এই দেশটির।

নক আউট পর্বের টিকিট পেতে তাদের অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পর্যন্ত।

বলে রাখা ভাল প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া দলটির দুই ম্যাচ শেষে পয়েন্ট ৩। সমান সংখ্যক ম্যাচে ১ জয় এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৪।

এদিকে সমান ড্র ও জয়ে সুইসদের পয়েন্টও ৪। আর টানা হারে পয়েন্ট শূন্য কোস্টারিকা।

অতএব, শেষ ষোলতে যেতে তিন দলকেই শেষ ম্যাচের অপেক্ষা করতেই হচ্ছে।

এর আগে শুক্রবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম গোল তুলে নিতে পাঁচ মিনিটও অতিক্রম করতে দেয়নি সার্বিয়া। গোলবক্স সীমানার একেবারে সামনে ডানদিক থেকে আসা ক্রসটি উড়ন্ত হেডে দলকে ১-০ তে এগিয়ে দিয়ে গ্যালারির দর্শকদের উল্লাসে ভাসান আলেকসান্দর মিত্রোভিচ।

শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বারবারই অলঅ্যাটাক আক্রমণে সার্বিয়ার রক্ষণ ভাঙতে চেয়েছেন শাকিরি, রিকার্দোরা। কিন্তু খেলার প্রথমার্ধে সফল হননি তারা।

ফলে ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১-এ রুখে দেয়া সুইজারল্যান্ডকে।

অথচে প্রথমার্ধের খেলায় বলের দখলে দাপট কিন্তু তারাই দেখিয়েছেন। শতকরা ৬৯ ভাগ বল নিজেদের পায়ে রেখেছেন। সেখানে এগিয়ে থাকা সার্বিয়ানরা দখলে রেখেছেন ৩১ ভাগ বল।

প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে পায় সুইজারল্যান্ড। ৫২ মিনিটে সার্বিয়ান গোল বক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে শট নিয়ে সুইজারল্যান্ডকে ১-১ গোলে সমতা এনে দিলেন গ্রানিত শাহাকা।

আর ম্যাচের একেবারে  শেষ মুহূর্তে লং পাস থেকে আসা বলটি লুফে নিয়ে জালে চুমু খাইয়ে সার্বিয়ার হারের কফিনের শেষ পেরেকটি পুতে দিলেন শাকিরি।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এইচএল​/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ