ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

দূরপাল্লার শটে সমতা আনলেন শাহাকা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
দূরপাল্লার শটে সমতা আনলেন শাহাকা ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সার্বিয়ান গোল বক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে শট নিয়ে সুইজারল্যান্ডকে ১-১ গোলে সমতা এনে দিলেন গ্রানিত শাহাকা।

এর আগে খেলার প্রথমার্ধের ৫ মিনিট যেতে না যেতেই দুর্দান্ত হেডে সুইস জালে বল জড়িয়ে সার্বিয়াকে এগিয়ে দেন আলেকসান্দর মিত্রোভিচ।

শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বারবারই অলঅ্যাটাক আক্রমণে সার্বিয়ার রক্ষণ ভাঙতে চেয়েছেন শাকিরি, রিকার্দোরা।

কিন্তু খেলার প্রথমার্ধে সফল হননি তারা।

সার্বিয়ার চাইতে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় সুইসরা।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এইচএল/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad