ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টিকে থাকার লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি নাইজেরিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৮
টিকে থাকার লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি নাইজেরিয়া ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছিলো নবাগত আইসল্যান্ড। আর নিজদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে পরাজয় বরণ করে আফ্রিকান সুপার ঈগলরা।

গ্রু 'ডি'র ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হয়েছে আইসল্যান্ড-নাইজেরিয়া। আজকের ম্যাচ জিতলে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকবে নাইজেরিয়ার।

আর হারলে বিদায় শঙ্কা। অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করা আইসল্যান্ডের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ।

নাইজেরিয়া একাদশ
উজোহো,  ইদোউয়ু, এনদিদি, একং, বালোগুন, মুসা, ইতেবো, মিকেল, ইহেআনাচো, ওমেরুয়ো।

আইসল্যান্ড একাদশ
হালডরসন, সায়েভারসন, সিগুর্ডসন, জারনাসন, গিলফি সিগুর্ডসন, ফিনবগাসন, আরনাসন, গুন্নারসন, মাগনুসন, গিসলাসন, বোডভারসন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ