ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে নেইমারের প্রথম গোল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বিশ্বকাপে নেইমারের প্রথম গোল গোলের পর নেইমারের উল্লাস/সংগৃহীত

বিশ্বকাপে গোলের দেখা পেলেন পোস্টার বয় নেইমার। দগলাস কস্তার বানিয়ে দেওয়া বলে খেলার ৯৭তম মিনিটে কোস্টারিকার জালে ব্রাজিলের দ্বিতীয় ও এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন এই পিএসজি তারকা।

ব্রাজিলের হয়ে নেইমারের এটি ৫৬তম গোল, আর বিশ্বকাপে পঞ্চম।  এই গোলের মাধ্যমে রোমারিওকে ছাড়িয়ে গেলেন নেইমার।

এর আগে খেলার ৭৯ মিনিটে কোস্টারিকার ডিবক্সে বল দখলের লড়াইয়ে পড়ে যান নেইমার। তাতে পেনাল্টি ডেকে বসেন রেফারি। তাতে প্রায় গোলশূন্য শেষ হতে যাওয়া ম্যাচ যেনো প্রাণ ফিরে পায়। তবে প্রতিপক্ষ ভিএআর মেথডের আবেদন করলে তা ‘নো পেনাল্টি’ সিদ্ধান্ত এলে ফের হৃদয় ভাঙে নেইমার ভক্তদের।

সুইজার‌ল্যান্ডের ম্যাচের মতো শুক্রবারের ম্যাচেও বেশ কয়েকবার ফাউলের শিকার হন এ উইঙ্গার। যদিও নেইমারের প্রহরায় দুইজনকে সদা প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়েছিলেন কোস্টারিকা কোচ অস্কার রমিরেজ।

৭৭ গোল নিয়ে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষে রয়েছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে, দ্বিতীয় অবস্থানে থাকা রোনালদোর গোল সংখ্যা ৬২।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad