ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

গোলশূন্য প্রথমার্ধ্ব কাটালো ব্রাজিল-কোস্টারিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৮
গোলশূন্য প্রথমার্ধ্ব কাটালো ব্রাজিল-কোস্টারিকা ছবি: সংগৃহীত

৬৫ ভাগ বল দখলে রেখেও কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল।
 

বল দখলে এগিয়ে দেখেও কোস্টারিকানদের শক্ত রক্ষণের কারণে গোল পেতে ব্যর্থ হয়েছেন নেইমার- জেসুসরা। যদিও পুরো প্রথমার্ধে পরিষ্কার কোন সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল।

তবে প্রথম ১৫ মিনিট পর্যন্ত কোস্টারিকানদের বেশ কিছু শক্ত আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে ব্রাজিলিয়ান রক্ষণ।

সুইজাল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতোই আজও শুরু থেকেই গোছানো ফুটবল খেলছে ব্রাজিল। তবে ব্যক্তিগত নৈপুণ্যের অভাবে এখনও গোল পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ২৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলটি অফসাইডের ফাঁদে পড়ে বাতিল না হলে স্কোর লাইন অন্যরকমই হতো।

সুযোগ হারিয়েছে কোস্টারিকাও। মার্কো ইউরেনা ও ক্রিস্তিয়ান গামবুয়ার পাসিং থেকে বল পেয়েও গিয়েছিলো দলটি। তবে রক্ষণেই বেশি যত্নশীল মধ্য আমেরিকার দলটি।  ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগকে অকেজো করে রাখাও সহজ কথা নয়।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ