ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনার ঘরে শিরোপা দেখছে কলসিন্দুরের ফুটবলকন্যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
আর্জেন্টিনার ঘরে শিরোপা দেখছে কলসিন্দুরের ফুটবলকন্যারা আর্জেন্টিনা

ময়মনসিংহ: অনুশীলন ক্যাম্পে এখন মোট সদস্য ৪১ জন। এর মধ্যে মাত্র ১০ থেকে ১১ জন বাদ দিলে পুরো দলটাই আর্জেন্টিনা। শুধু কি ভক্ত, রীতিমতো দলে আছে ‘ক্ষুদে মেসি’ও। আর তাদের সবাই মনে করে, বৃহস্পতিবার (২১ জুন) রাতে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ঠিকই ঘুরে দাঁড়াবে।

কথা হচ্ছিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ও ১৬ নারী ফুটবল টিমের সদস্যদের নিয়ে। এ টিমের মোট ৪১ জন সদস্যের মধ্যে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের ১৩ জনের সবারই পছন্দের দল আর্জেন্টিনা।

প্রথম ম্যাচ হতাশ করলেও এখনো তাদের বিশ্বাস, সবকিছু সামলে ঠিকই নিজেদের ঘরে বিশ্বকাপের শিরোপা তুলবে ফুটবল জাদুকর মেসির এ দেশ।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপ হচ্ছিল কলসিন্দুরের তহুরা-সাজেদাদের।

দেশের ফুটবলে কোনো সুখবর বলতেই উচ্চারিত হয় মারিয়া মান্দা আর তহুরাদের নাম। বাংলাদেশের নারী ফুটবলকে তারাই নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচ থেকে টেকনিক্যাল দূরদর্শিতার ছাপও রাখতে চায় অদম্য এসব ফুটবলাররা।

সে কথা জানিয়ে মারিয়া মান্দা বাংলানিউজকে বলে, ‘কীভাবে প্রতিপক্ষের দুর্গে আক্রমণ করতে হয়, কীভাবে তাদের সামলাতে হয়, এসব বিষয়ে অনেক কিছুই শেখার আছে বিশ্বমঞ্চ থেকে। ’

মারিয়া মান্দা আরও বলে, ‘আমাদের কলসিন্দুর গ্রামের ১৩ জনেরই পছন্দের দল আর্জেন্টিনা। বাড়িতে থেকে আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখেছি। প্রিয় দল কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি, তবে আমার বিশ্বাস ক্রোয়েশিয়ার বিপক্ষ ম্যাচে আর্জেন্টিনা ঠিকই ঘুরে দাঁড়াবে। মেসি গোল করবেই। ’

কচিকাঁচার এ ফুটবলারদের মাঝে ‘খুদে মেসি’ খ্যাত তহুরা। সতীর্থরাই তাকে এ নামে ডাকে। এ ফুটবলার মনে করে, ‘বেশ কিছু গুণের জন্যই ফুটবল বিশ্বে সেরা মেসি। ফুটবলে তাঁর নিয়ন্ত্রণ অসামান্য, দূরদর্শিতাও অসাধারণ। ’ ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি জ্বলে উঠলে আর্জেন্টাইনদের মতো খুশিতে মেতে উঠবে তারাও।

পরিবারের সান্নিধ্যে ঈদুল ফিতর উদযাপন করে ৮ দিন ছুটি শেষে গত বুধবার (২০ জুন) রাতে ঢাকায় ফিরেছে তারা। অবস্থান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ তলায়।

বিশ্বকাপের সময়টায় ঈদ উদযাপনে গ্রামে থাকার ফলে বেশ কিছু ম্যাচ মিস করতে হয়েছে কলসিন্দুরের এই কিশোরীদের। সেজন্যই যেনো আলাপের সময় অনেকটা আক্ষেপই ঝাড়লো অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে থাকা মারিয়া। বললো, ‘বাড়িতে থেকে বিশ্বকাপের অনেক ম্যাচ মিস করেছি। আসলে আমাদের বাড়িতে টিভি থাকলেও ডিশ সংযোগ নেই। বিটিভি বেছে বেছে শুধু বড় দলগুলোর খেলা দেখায়। ফলে অনেক ম্যাচ দেখারই সুযোগ হয়নি। এখন ঢাকায় থাকায় সবাই হই-হুল্লোড় করে বড় পর্দায় সবগুলো ম্যাচ দেখতে পারবো। ’

দলের ডিফেন্ডার জান্নাতুল নাজমা বলে, ‘আমাদের অনুশীলন ক্যাম্পে মোট ৪১ জন ফুটবলার রয়েছে। এর মধ্যে মাত্র ১০ থেকে ১১ জন ব্রাজিলের সমর্থক। বাকি সবারই প্রেম আর্জেন্টিনার প্রতি। আজকের ম্যাচ আমরা সবাই একসঙ্গে দেখবো। মেসি গোল করলে আমাদের ক্ষুদে মেসিকে নিয়ে উল্লাস করবো। ’

একই রকম কথা দলের ফরোয়ার্ড সাজেদা’র মুখেও। তার উচ্চারণ, ‘মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৮ 
এমএএএম/এইচএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ