ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ফ্রান্স, এমবাপ্পের রেকর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ফ্রান্স, এমবাপ্পের রেকর্ড ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের রেকর্ডগড়া গোলে প্রথমার্ধ শেষে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ফ্রান্স।

পেরুর ডিফেন্স কাটিয়ে অলিভিয়ের জিরুদের নেওয়া শট গোলবারে ঢোকার আগমুহূর্তে ডিফেন্সে বাধাগ্রস্ত হলে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে এমবাপ্পের পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে যায়। এই গোলের মাধ্যমে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন এমবাপ্পে।

তার বর্তমান বয়স ১৯ বছর ও ১৮৩ দিন। আগের রেকর্ড ছিল ডেভিড ত্রেজেগেতের (২০ বছর ও ২৪৬ দিন)।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের মতো আজকেও দাপটের সাথে খেলছে পেরু। প্রথমার্ধ শেষে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি বেশ কয়েকবার আক্রমণ শানালেও শুধু গোলের দেখাই পায়নি ৩৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা দক্ষিণ আমেরিকার এই দলটি।

বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নেমেছে এই দুই দল।

পেরু একাদশ:
ক্রিস্তিয়ান রামোস, পাওলো গেরেরো, ক্রিস্তিয়ান কেভা, পেদ্রো গাইয়েসে, আলবার্তো রদ্রিগেস, মিগেল ত্রাউকো,  ইয়োশিমার ইয়োতুন, লুইস আদভিনকুলা, এদিসন ফ্লোরেস, পেদ্রো আকিনো, গুইডো ক্যারিয়ো।

ফ্রান্স একাদশ:
হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের গিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ