ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

পেরুর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
পেরুর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে এগিয়ে রয়েছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। আজকের ম্যাচ জিতলেই শেষ ষোল নিশ্চিত হওয়ার হাতছানি গ্রিজম্যান-পগবাদের সামনে।

আর গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দারুণ খেলেও ১-০ গোল হার নিয়ে মাঠ ছেড়েছিলো ৩৮ বছর পর বিশ্বকাপে পা রাখা পেরু।

বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নেমেছে এই দুই দল।

পেরু একাদশ:
ক্রিস্তিয়ান রামোস, পাওলো গেরেরো, ক্রিস্তিয়ান কেভা, পেদ্রো গাইয়েসে, আলবার্তো রদ্রিগেস, মিগেল ত্রাউকো,  ইয়োশিমার ইয়োতুন, লুইস আদভিনকুলা, এদিসন ফ্লোরেস, পেদ্রো আকিনো, গুইডো ক্যারিয়ো

ফ্রান্স একাদশ:
হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের গিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস,

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এইচএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ