ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

শেষ ষোল প্রায় নিশ্চিতে খুব খুশি রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৮
শেষ ষোল প্রায় নিশ্চিতে খুব খুশি রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। ২০১৬ সালের ইউরোকাপজয়ী দলকে এভাবে এগিয়ে নিতে দারুণ খুশি সিআর-সেভেন। 

বুধবার (২০ জুন) মরক্কোর সঙ্গে ম্যাচ জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সংবাদমাধ্যমকে। এ ম্যাচে জয়সূচক গোলটি করেন পর্তুগালের অধিনায়কই।

 

রোনালদো বলেন, আমরা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে পেরেছি। তবে আমি কোনো রেকর্ডের ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জিততে পেরেছি। পাশাপাশি ভালো অবস্থান ধরে রাখতে চাই সবসময়।

তবে ম্যাচে লড়াইয়ের জন্য জিব্রাল্টার প্রণালীর ওপাশের পড়শী দেশ মরক্কোকে কৃতিত্ব দিতেও ভুললেন না এ সময়ের সেরা খেলোয়াড়।  রোনালদো বলেন, মরক্কো খুবই ভালো খেলেছে। কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়ে গেছি।

‘আমাদের এখন চার পয়েন্ট আছে। প্রাথমিকভাবে আমাদের যা লক্ষ্য ছিল, তা অর্জন করেছি। আমাদের শেষ ষোলোয় যাওয়া প্রায় নিশ্চিত। ’

এ ম্যাচের আগে শক্তিশালী স্পেনের বিপক্ষেও ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েন পর্তুগিজ এ তারকা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ