ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে বৃহস্পতিবারের যত খেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
বিশ্বকাপে বৃহস্পতিবারের যত খেলা বৃহস্পতিবারের ম্যাচ। ছবি: সংগৃহীত

আটটি গ্রুপে ৩২টি দল নিয়ে রাশিয়ায় চলছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২১তম আসরে এরইমধ্যে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) মাঠে গড়াবে আরও তিনটি ম্যাচ। এতে মুখোমুখি হবে, ডেনমার্ক-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পেরু ও আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।

দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘সি’ থেকে এক ম্যাচে এক জয় নিয়ে ডেনমার্ক তালিকার দ্বিতীয় স্থানে আছে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এক ম্যাচে এক হার নিয়ে আছে গ্রুপের তৃতীয় স্থানে।

রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স ও পেরু । গ্রুপ ‘সি’ তে ডেনমার্কের মতোই এক ম্যাচে এক জয় পেয়েছে ফ্রান্স। তবে গোলের সংখ্যা বেশি থাকায় একে আছে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ পেরু এক ম্যাচে এক হার নিয়ে আছে সবার নিচে।

দিনের শেষ খেলায় রাত ১২টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রয়েশিয়া। গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচে এক ড্র নিয়ে লিওনেল মেসির দেশ আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এক ম্যাচে এক জয় নিয়ে আছে সবার উপরে।

ম্যাচ তিনটি যথাক্রমে সামারা অ্যারেনা, একাতেরিনবুর্গ অ্যারেনা ও নিঝনি নভগোরেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৯

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ