ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

কস্তার গোলে অবশেষে স্পেনের লিড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ২০, ২০১৮
কস্তার গোলে অবশেষে স্পেনের লিড ছবি:সংগৃহীত

দিয়েগো কস্তার গোলে অবশেষে ইরানের দেয়াল ভাঙতে পেরেছে স্পেন। ম্যাচের ৫৪ মিনিটের এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লা রোহারা।

এর আগে বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন। শতকরা ৮২ ভাগ বলই তারা নিজেদের পায়ে রেখেছে।

কিন্তু বিধি বাম! প্রত্যাশিত গোলের দেখা পায়নি ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নির্ভার খেলতে আক্রমণের পসরা সাজিয়ে ইরান সীমানায় বারবার আঘাত হানলেও গোলশূন্য থাকতে হয়েছে স্পেনকে।

পারেনি ইরানও। শতকরা ১৮ ভাগ বল নিজেদের দখলে রাখলেও দলটির গোলের ক্ষুধা ছিল চোখে পড়ারমতো।

কিন্তু স্প্যানিয়ার্ডদের অভেদ্য দেয়ালে তাদের প্রতিটি চেষ্টাই প্রতিহত হয়েছে। ফলে প্রথমার্ধ শেষে দু'দলকেই গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ২১ জুন, ২০১৮

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ