ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলো সৌদি-মিশরের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলো সৌদি-মিশরের সৌদি আরব-ছবি:সংগৃহীত

গ্রুপ পর্বের খেলায় টানা দুই হারে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় ঘণ্টা বাজলো 'এ' গ্রুপের দল সৌদি আরব ও মিশর।

দুই ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্টের খাতা একেবারেই শূন্য।

গেল ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক রাশিয়ার কাছে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর বুধবার (২০ জুন) উরুগুয়ের সঙ্গে ১-০ গোলে হেরে গেছে এশিয়ার এই দলটি।

 

অন্যদিকে উরগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের ১-০ গোলে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচের মিশর স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যায়।

আগামী ২৫ জুন নিয়মরক্ষার ম্যাচে মিশরকে মোকাবেলা করবে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ২০ জুন, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ