ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন কলম্বিয়ার সানচেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন কলম্বিয়ার সানচেজ লালকার্ড হজম করার পর রেফারির সামনে এভাবেই বসে পড়েন কার্লোস সানচেজ

২১তম বিশ্বকাপের প্রথম লালকার্ড হজম করে মাঠ ছাড়া হতে হলো ৬ নম্বর জার্সিধারী কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজকে। ডিবক্সের মধ্যে হাতে বল ধরার অপরাধে তাকে এ লালকার্ড দেখানো হয়।

ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় এ ডিফেন্ডারকে হারিয়ে বিপদেই পড়তে হলো জাপানের বিপক্ষে রদ্রিগেজবিহীন কলম্বিয়াকে।

শুরুতেই আক্রমণে যাওয়ার কলম্বিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় জাপান।

এ সময় জাপানের শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃত হাতে ঠেকিয়ে দেন কার্লোস সানচেজ। তাতে পেছনেই থাকা স্লোভেনিয়ার রেফারি দামির সোমিনা কালবিলম্ব না করে এমনকি সর্তকতা হিসেবে হলুদকার্ড না দেখিয়ে সারাসরি সানচেজকে লালকার্ড প্রদর্শন করেন।

২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট লালকার্ডের সংখ্যা ছিলো ১০টি। সেবার টুর্নামেন্টের প্রথম লালকার্ড হজম করেন উরুগুয়ের মেক্সি পেরাইরা।  

১৯৮৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৪ সেকেন্ডের মাথায় লালকার্ড পেয়েছিলেন উরুগুয়ের হোসে আলবার্তো বাতিস্তা। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম লালকার্ড। আর বুধবার ৩ মিনিটের মাথায় কার্লোস সানচেজেরে লালকার্ডের ঘটনাটি দ্রুততমের তালিকায় দ্বিতীয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ